1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন-প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে জরিপে নামছে নরওয়ের গবেষণা জাহাজ ঐতিহ্যবাহী পানের হাট,কোটি টাকার লেনদেন, দাম নিয়ে হতাশ পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ বেনাপোল ও যশোর সীমান্তে কোটি টাকার স্বর্ণ এবং অবৈধ চোরাচালানী পন্য জব্দ, আটক-১ চট্রগ্রামের বহিঃনোঙর থেকে নিঁখোজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে কোস্টগার্ড পাইকগাছার কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন;ঝুঁকিতে ১৩ গ্রামের মানুষ মৎস্য সম্পদের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাইকগাছায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ আগষ্ট) সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে, সমন্বিত জেলা কার্যালয় খুলনা, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অব. সহকারী অধ্যাপক জিএম এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।

প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, অব. শিক্ষক সুখদেব মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব ও দেবাশীষ বিশ্বাস।

এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অব. অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সদস্য সাকিবুর রহমান বাবলা, পূর্ণ চন্দ্র মন্ডল, জামিনুর ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ থেকে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল এবং ‘খ’ গ্রুপ থেকে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামী ২৬ আগস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট