1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩ সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে যেভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই-বিইপিআরসি চেয়ারম্যান কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

জলাবদ্ধতা নিরসনে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি-ফিরোজ সরকার

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, জলাবদ্ধতা নিরসনে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। তিনি কেসিসি’র জনবল সংকটের বিষয় তুলে ধরে বলেন, অবসরজনিত কারণে দিন দিন জনবল হ্রাস পাচ্ছে। এই সংকট কেটে গেলে সিটি কর্পোরেশনের কাজে আরো গতিশীলতা আসবে এবং আপনাদের চাহিদা মত সেবা প্রদান করা সম্ভব হবে।
কেসিসি প্রশাসক বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় ময়ূর নদের বিদ্যমান সংকট : আদালতের আদেশ বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিত’’ শীর্ষক উপকারভোগীদের মতামত প্রদান বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ সভার আয়োজন করে।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রশাসক আরো বলেন, ময়ূর নদ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে আপনাদের মতামতগুলিও আমাদের জন্য শিক্ষনীয়। ময়ূর নদ বিষয়ে উত্থাপিত মতামতের সাথে একমত পোষণ করে তিনি বলেন, ময়ূর নদকে একটা সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার সব চেষ্টা আমরা অব্যাহত রাখবো। ময়ূর নদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি পানি উন্নয়ন বোর্ড, কেডিএ এবং সড়ক ও জনপথের কর্তৃপক্ষকে সাথে নিয়ে আরো একটি সেমিনার আয়োজনের পরামর্শ দেন। নির্মাণাধীন গল্লামারী ব্রীজের উভয় পাশে সৃষ্ট নাগরিক ভোগান্তির বিষয়ে তিনি বলেন, ব্রীজের সরঞ্জামগুলি ইতোমধ্যে দেশে পৌঁছেচে। আগামী সেপ্টেম্বরে নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক তুষার কান্তি রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস.কে.এম. তাছাদুজ্জামান, পরিবেশ অধিদপ্তর-খুলনার সিনিয়র ক্যামিস্ট তানভীর হায়দার, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, সদস্য এ্যাড. জাহাঙ্গীর সিদ্দিকী, ইউএনবি’র খুলনা বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাস, বেসরকারি সংস্থা পরিবর্তনের নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিড, বৃহত্তর আমরা খুলনাবাসীর সিনিয়র সহসভাপতি সৈয়দ মোসাদ্দেক বাবুল, হিউম্যানিটি ওয়াচের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সেলিম, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: আব্দুল্লাহ আল মামুন, রূপান্তরের তথ্য কর্মকর্তা মো: আব্দুল হালিম, বেলা’র নেটওয়ার্ক সদস্য এ্যাড. নুরুন্নাহার পলি ও এ্যাড. পপি ব্যানার্জী, সিনিয়র সাংবাদিক এরশাদ আলী, মো: রাশিদুল ইসলাম, মো: হেদায়েত হোসেন মোল্যা, শামীম আশরাফ শেলী, আবুল হাসান হিমালয়, মোস্তফা জামাল পপলু, আশরাফুল ইসলাম নূর, এ এইচ এম শামীমুজ্জামান, মাকসুদ রহমান, খলিলুর রহমান সুমন সহ নাগরিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট