পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::পাইকগাছায় ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসা হলরুমে খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজহার আলীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন খুলনা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী বৃন্দ।
এ সময় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান উপজেলার কাশিমনগর বাজারে বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল।
Leave a Reply