1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩ সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে যেভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই-বিইপিআরসি চেয়ারম্যান কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

পাইকগাছায় ব্রীজের টোল অবমুক্ত প্রসঙ্গে সড়ক বিভাগের মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছার শিববাড়ি ও কয়রার চাঁদআলী ব্রীজের টোল আদায় নিয়ে ছাত্র জনতা সহ রাজনৈতিক নেতাদের সাথে ব্যাপক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও জনপদ (সওজ) বিভাগের খুলনার সহকারী প্রকৌশলী সাগর সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পিআইও রাজীব বিশ্বাস, এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন।

মতবিনিময় সভায় বিএনপি নেতা আসলাম পারভেজ, আবুল হোসেন, চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সানা, আব্দুল্লাহ সরদার, বদরুল আলম, খোরশেদুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন, সাংবাদিক আলাউদ্দিন রাজা,আবুল হাসেম, জামায়াত নেতা এসকে মহিবুল্লাহ, ভ্যানচালক সোহাগ হোসেন গাজী, বাসমালিক সমিতির প্রতিনিধি অমরেশ মন্ডলসহ অনেকে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

বক্তারা একযোগে টোল অবমুক্ত করার জোর দাবি জানান। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও সওজ বিভাগের সহকারী প্রকৌশলী সাগর সৈকত বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এবং আপনাদের দাবীগুলোর বিষয়ে আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে।

উল্লেখ্য, এ টোল অবমুক্ত’র প্রতিবাদে গত বছরের ৫ আগস্ট পরবর্তী দু’বার ছাত্র-জনতা মানববন্ধন ও আন্দোলনের মাধ্যমে টোল আদায় বন্ধ করে দিয়েছিল। বর্তমানে টোল আদায় চালু রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট