1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দেখালো টেকনিকের জাদু রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত চিতলমারী সবুজ সংঘ ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি চূড়ান্ত তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ চট্রগ্রামে ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

সাবেক মেয়রের সহযোগী টুটু গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪১৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটু (৫৩)–কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ২৫ আগস্ট দিবাগত রাতে (২৬ আগস্ট ভোর ১টা ৫০ মিনিটে) বাড্ডা থানা এলাকা থেকে টুটুকে গ্রেফতার করা হয়। ধানমন্ডি (ডিএমপি) থানার হত্যা মামলা তদন্তে তাকে গ্রেফতার করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি ও আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে জানায় সিআইডি।

সিআইডির কর্মকর্তা জসীম উদ্দিন খান জানান, টুটু সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন। আন্দোলনের দিন তিনি সরাসরি নেতৃত্ব দেন এবং মামলার ভিকটিম আব্দুল্লাহ সিদ্দিক হত্যাকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে ছাত্র আব্দুল্লাহ সিদ্দিক ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার মৃতদেহ গুমের চেষ্টা করে বলে মামলার এজাহারে উল্লেখ আছে।

এই ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদী হয়ে আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা করা হয়।

এর আগে গত ১৫ মে তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার এবং ১৭ জুন মো. খোরশেদ আলম (৪৮) কে গ্রেফতার করা হয়েছিল।

মোস্তাফিজুর রহমান টুটু ছিলেন প্রভাবশালী ও ক্ষমতাশালী। মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট