1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম মুশফিকের শততম টেস্টে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩ সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে যেভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই-বিইপিআরসি চেয়ারম্যান কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত চিংড়ি চাষী রিপন ফুলেল শুভেচছায় সিক্ত

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: দেশের চিংড়ি উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক অর্জনকারী খুলনার পাইকগাছার চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টায় পৌরসভার শহীদ মিনার চত্বরে একাধিক ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাইকগাছা চিংড়ি চাষী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, পোনা ব্যবসায়ী সমিতি লিঃ, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়ে রিপনকে সংবর্ধিত করেন।

সংবর্ধিত অতিথি উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচারাল এবং রয়্যাল ফিস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন জাতীয় স্বর্ণপদক পাওয়ায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সহ সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী মহল ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মিজানুর রহমান মিজান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংক ব্যবস্থাপক বজলুল হুদা, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান,সহ-সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, আ. মজিদ সানা, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, দলিল লেখক সমিতির সভাপতি গাজী বজলুর রহমান, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুরাম মণ্ডল, ঠিকাদার সমিতির সভাপতি আব্দুস সামাদ, বিশিষ্ট পোনা ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল ঢালী, মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ও সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ঠিকাদার মিরাজুল ইসলাম মিরাজ, মধুরঞ্জন কর্মকার, সুনীল মণ্ডল, জিএম রেজাউল করিম, অমরেশ মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপন পত্নী আফরোজা পারভীন শিল্পী, মেয়ে আরিয়ানা তামান্না ও আলভিনা, বাস মালিক সমিতির অমরেশ মন্ডল, এ্যাড. মোজাফফর হাসান, ইলিয়াস হোসেন, জামিলুর রহমান রানা, সাংবাদিক আহম্মদ আলী বাঁচা সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনসাধারণ।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় স্বর্ণপদক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট