পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় শিবসা নদী থেকে এক অজ্ঞাতনামা নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার(৩০ আগষ্ট) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের বয়রার গেট সংলগ্ন শ্মশানঘাটের পাশের নদীর চরে ভেসে ওঠে শিশুটির লাশ। স্থানীয়রা প্রথমে বিষয়টি দেখে থানায় খবর দিলে পাইকগাছা থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা ও নৌ পুলিশ পৌঁছায়। এসময় নবজাতক শিশু (ছেলে) লাশটি উদ্ধার পূর্বক নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যেহেতু নদীতে লাশটি পাওয়া গিয়েছে সুতরাং পরবর্তী ব্যবস্থা নৌ পুলিশ গ্রহণ করবেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply