চিতলমারী (বাগেরগহাট) প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়ন সেচ্ছসেবক দল কর্মিসভা করেছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় শিবপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান। প্রধান বক্তা ছিলেন কাশিনাথ বৈরাগী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী।
শিবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুষারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ শামীম শেখ, মোঃ লিসন শেখ, মোঃ সাঈদ শেখ, মোঃ মতিয়ার ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইয়াসিন ফকির, মোঃ হাফিজুর শেখ ও মোঃ মোজাহার আলী শেখ প্রমূখ। এ ছাড়াও সভায় ৯ টি ওয়ার্ড সেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন।
Leave a Reply