1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিন দিনের হরতাল ডাকলো বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় কমিটি শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর ৪ সহযোগি আটক সুন্দরবনের লোকালয় থেকে ইয়াবাসহ মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড। পাইকগাছায় মানববন্ধনে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারে ১ মাসের আল্টিমেটাম কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র গাঁজাসহ কিশোর গ্যাং এর সদস্য আটক খুলনা- সাতক্ষীরা মহাসড়কে মাছ ছেড়ে নিসচার প্রতীকী প্রতিবাদ খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

শার্শার নাভারন ট্রাস্টে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::যশোরের শার্শা উপজেলার নাভারন ট্রাস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সফল হওয়ার লক্ষ্য নিয়ে যশোরের-১ শার্শা আসনের নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহষ্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে শার্শার নাভারণে উপজেলা জামায়াতে আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের যশোর জেলা শাখার আমীর গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোরের জেলা নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি গোলাম রসূল, মাওলানা রেজাউল করিম, বেনাপোল পোর্ট থানার আমীর রেজাউল ইসলাম ও সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, আমীরে জামায়াত সারা বাংলাদেশে এখন সাংগঠনিক কাজ বন্ধ রেখে নির্বাচনী কাজে মনোনিবেশের তাগিদ দিয়েছেন। নেতা কর্মীদের প্রত্যেক ভোটারদের কাছে যেতে হবে। তাদেরকে বোঝাতে হবে জামায়াত ইসলামের মার্কায় ভোট প্রদানের জন্য। গ্রামের প্রত্যেক দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল বলেন,আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেক এলাকার বাংলাদেশ জামাত ইসলামের মাঠ পর্যায়ের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবারের নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং। শতভাগ ভোটারদের কাছে আমাদের যেতে হবে। বসে থাকলাম ভোট হয়ে গেল আর পাশ করলাম এমনটা ভাবার কোন সুযোগ নেই। আপনাদের কাছে কিছু কথা বলেছি আপনাদের নিকট থেকে এই শার্শা নির্বাচনী এলাকায় আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমের প্রতি সম্পর্কে এখানে যে তথ্যটা এসেছে সেখানে আছে মোট ভোটার সংখ্যা এক লাখ ২০ হাজার ৮১০। এ পর্যন্ত আমরা কতজন ভোটারের সাথে কন্ট্রাক করতে পেরেছি? আমরা এখনো ৭২ পার্সেন্ট ভোটারের কাছে কিন্তু যেতে পারিনি। আমরা কন্ট্রাক করতে পারিনি। এখনও সময় আছে আগামী ডিসেম্বরের মধ্যে কাজটি আমাদের সম্পন্ন করতে হবে। ৫ আগস্ট যে সমস্ত যুবকরা নতুন এ বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে এটার মর্যাদা আমাদের দিতে হবে। আর যেন কোন ফ্যাসিস্টের আবির্ভাব এদেশে না হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট