বাগেরহাট প্রতিনিধি:: নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল এগারোটায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস সালাম, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অত্র কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনূস,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ মোঃ মুজিবুর রহমান,বাগেরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোড়া, বাগেরহাট জেলার বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাফ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা জামায়াতের সূরা সদস্য ও যুব কমিটির সভাপতি মনজুরুল হক রাহাদ, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, মনিরুল হক ফরাজি, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমুখ ।
সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার এম এ সালাম বলেন ,আমাদের এই আসন ফিরে পাওয়ার জন্য আমরা আজ বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিল করব , লিফলেট বিতরণ করব আমাদের এই আসন ফিরে পাওয়ার দাবিতে এবং আগামীকাল ৮ তারিখ সকাল সন্ধ্যা হরতাল জেলা সহ প্রতিটা উপজেলায় এই হরতাল পালন করবে। এরপর ৯ তারিখে প্রতিটা উপজেলায় বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিল করবে ,১০ তারিখে ও এগারো তারিখে সকাল সন্ধ্যা হরতাল বাগেরহাট জেলা সহ প্রতিটা উপজেলায় ।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন,বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাগেরহাট নানা ধরনের বঞ্চনা ও ক্ষতির শিকার হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে যে আঘাত হানা হয়েছে তা পূর্বের সব ক্ষতির সীমা অতিক্রম করেছে। এ সিদ্ধান্ত শুধু অযৌক্তিকই নয়, বরং এটি বাগেরহাটবাসীর প্রতি এক ধরনের শত্রুতার বহিঃপ্রকাশ। আমরা মনে করি ইচ্ছে করেই কমিশন এই জেলাকে অবমূল্যায়ন ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। নির্বাচন কমিশনকে অবশ্যই বুঝতে হবে এ সিদ্ধান্ত বাগেরহাটের লক্ষ লক্ষ মানুষের ন্যায্য অধিকার হরণ করছে। তাই আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল করতে হবে।
নির্বাচন কমিশন গত ৩০ জুলাই আসন পুনঃনির্ধারণের খসড়া প্রস্তাব দেয়। শুনানি শেষে কমিশন জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চার আসন বহাল রাখবে এমন প্রত্যাশায় আন্দোলন থেকে সরে এসেছিল বাগেরহাটবাসী। কিন্তু কমিশন গত ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি আসনে নামিয়ে আনে। এতে জেলার লক্ষাধিক মানুষের হৃদয় বিদীর্ণ হয়েছে বলে দাবি করে বক্তারা।
আগামী ৮ সেপ্টেম্বর বাগেরহাটের সকাল সন্ধ্যা হরতাল , ৯ তারিখ বিক্ষোভ মিছিল, এবং এবং ১০ ও ১১ সেপ্টেম্বর বুধ ওবৃহস্পতিবার টানা ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সোমবারের সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে আজ রবিবার বিকালে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।
Leave a Reply