1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচনসহ ৫-দফা দাবিতে বন্দর নগরী বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড পাইকগাছায় বিএনপি নেতার রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ মাদক পাচারের অভিযোগ ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল সৌদি-পাকিস্তান ন্যাটো ধাঁচের প্রতিরক্ষা চুক্তি: দুই দেশে প্রশংসার ঢেউ শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ-ইসি সচিব সংসদ নির্বাচন,চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্ব আবারও নিতে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

অন্যদিকে, দায়িত্ব শেষ করে নিজ নিজ বাহিনীতে ফিরে যাবেন বিমানবাহিনীর সদস্যরা।

সরকারি সূত্র জানায়, গত বুধবার প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে জানানো হয়, এপিবিএন বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা দায়িত্ব পালন করবে এবং বিমানবাহিনীর সদস্যরা দ্রুতই দায়িত্ব হস্তান্তর শেষে নিজ বাহিনীতে ফিরে যাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ‘আনসার বিদ্রোহে’ রাতারাতি আনসার সদস্যরা দায়িত্ব ছেড়ে গেলে অস্থায়ীভাবে বিমানবাহিনী মোতায়েন করা হয়। একই সময়ে এপিবিএনকেও টার্মিনালের ভেতরের দায়িত্ব থেকে বিরত রাখা হয়। পরবর্তীতে এপিবিএন ও অ্যাভসেকের মধ্যে অফিসকক্ষ দখল, যাত্রী হয়রানি ও তথ্য ফাঁসের মতো পাল্টাপাল্টি অভিযোগ ওঠায় বিষয়টি আরও জটিল হয়ে পড়ে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, প্রধান উপদেষ্টার দফতরের সচিব এম. সাইফুল্লাহ পান্না, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়

বিমানবন্দরের নিরাপত্তায় একক কমান্ড ও নিয়ন্ত্রণ বেবিচকের অধীনে থাকবে।

এপিবিএন ও অ্যাভসেক তাদের ওপর অর্পিত দায়িত্ব বেবিচকের তত্ত্বাবধানে পালন করবে।

এপিবিএন যত দ্রুত সম্ভব টার্মিনাল ভবনের ভেতরে দায়িত্ব পালন শুরু করবে।

আইজিপি ও বেবিচক চেয়ারম্যান যৌথভাবে অপারেশনাল চ্যালেঞ্জ মোকাবিলায় সভা করবেন।

বিমানবাহিনীর টাস্কফোর্স দায়িত্ব শেষ করে নিজ বাহিনীতে ফিরে যাবে।

সব বিমানবন্দরে সাপ্তাহিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হবে এবং দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে বেবিচককে অপারেটর ও রেগুলেটরের পৃথক ভূমিকায় পুনর্গঠনের সুপারিশ করা হবে।

সভায় লুৎফে সিদ্দিকী বলেন, “সরকারি সংস্থাগুলো একই লক্ষ্যে কাজ করছে। পেশাদারিত্ব ও পারস্পরিক সম্মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট