পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা।
এসময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, ডি. এম. রুহুল আমিন, মোঃ কোহিনুর ইসলাম, এস. এম. রোকন উদ্দিন ও মোঃ মহসিন আজমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের এ ধরনের কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply