বেনাপোল প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ী প্রাঙ্গণে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দীপু।
অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ শেষে চলে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শার্শা উপজেলার আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন এবং সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,
সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক যুবসমাজ গড়ে তোলা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল হবে অগ্রভাগের সৈনিক।
বক্তারা আরও বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যশোর জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজন করা হবে।
সভায় শার্শা ও বেনাপোল এলাকার বিভিন্ন ওয়ার্ড যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু।
Leave a Reply