
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্য নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।
গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন-ডাইঅক্সাইড শোষণ, অক্সিজেন উৎপাদন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-এ বিষয়টি মাথায় রেখে পূবালী ব্যাংক পিএলসি সারাদেশের ন্যায় পাইকগাছা উপজেলায়ও বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সরকারি কলেজসহ ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ১টি করে নারকেল গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে ফুলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার(৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পূবালী ব্যাংক চুকনাগর শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান, এবং পাইকগাছা উপ-শাখার ব্যবস্থাপক উজ্জ্বল কুমার দাস।
পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন পূবালী ব্যাংক পিএলসি খুলনা আঞ্চলিক কার্যালয়।
Leave a Reply