
অরুন দেবনাথ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: ডুমুরিয়ায় শাহপুর বাজারের পাশে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি জবরদখল করে ৪তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভবন নির্মাণকারির খুঁটির জোর নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম গাজী ক্ষমতার প্রভাব দেখিয়ে শাহাপুর বাজারে পিছনের অংশে জেলা পরিষদ ও সামনের অংশে সড়কের জমির উপর একটি ৪তলা ভবন নির্মাণ করেন। কিন্তু তিনি এভাবে সরকারি জমির উপর ভবন নির্মাণ করলেও সে সময় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তবে বর্তমানে স্থানীয় লোকজন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি এভাবে সরকারি জমি জবরদখল করে ভবন নির্মাণ করা হলেও কর্তৃপক্ষ এখনো নিরব। এব্যাপারে আন্দুলিয়া গ্রামের বিল্লাল ফকির ও সুফিয়া বেগম সহ এলাকার একাধিক ব্যাক্তি বলেন, এভাবে একটি লোক অবৈধভাবে সরকারি জমি জবরদখল করে ৪তলা ভবন কিভাবে নির্মাণ করলো সেটাই আমরা ভেবে পাচ্ছি না। আব্দুল হালিম গাজী বলেন ভবনটি তার জমির উপর নির্মাণ বলে দাবি করছেন। উপজেলার থুকড়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (নায়েব) নিলুফায় ইয়াসমিন বলে, আমি মৌখিক অভিযোগের প্রেক্ষিতে দেখতে গিয়েছিলাম আমি শাহপুর বাজার কমিটি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের বলে এসেছি আপনারা লিখিত অভিযোগ করুন আইন গত ব্যবস্থা নেওয়া হবে সর্বপরি বলেন এটা মহা অন্যায়।
Leave a Reply