1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
রুপসা নদীতে পড়ে নিখোঁজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড গ্রেপ্তার হতে যাচ্ছেন হিরো আলম গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি-তারেক রহমান আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের রাজধানীতে আবসিক হোটেল-মেসে তল্লাশি করে গ্রেপ্তার ৪৪ ভারতীয় গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকারে বাংলাদেশের কূটনৈতিক আপত্তি নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি হবে জাতির ঐতিহাসিক মুহূর্ত-প্রধান উপদেষ্টা কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা পাঁচ পদের বিপরীতে ১৩ মনোনয়নপত্র বিক্রি, ১৭ বছর পর চিতলমারী ব্যবসায়ীদের নির্বাচন পাইকগাছায় বিএনপি প্রার্থী বাপ্পীর পক্ষে লিফলেট বিতরণ

পাঁচ পদের বিপরীতে ১৩ মনোনয়নপত্র বিক্রি, ১৭ বছর পর চিতলমারী ব্যবসায়ীদের নির্বাচন

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে ৫টি পদের বিপরীতে ১৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মনোনয়নপত্র বিক্রি হয়। এ সময় প্রার্থী ও সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু জানান, এবার ব্যবসায়ীদের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে গত ৮ নভেম্বর তফশীল ঘোষণা করা হয়। তফশীল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি ১১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হয়। মনোনয়নপত্র জমা ১২ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ১৬ নভেম্বর এবং ২৮ নভেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনে অংশ গ্রহনের জন্য সভাপতি পদে মোঃ শহর আলী গাজী, মোঃ শোয়েব হোসেন গাজী ও মোঃ মনিরুজ্জামান গাজী, সাধারন সম্পাদক পদে শেখ আসাদুজ্জামান, মোঃ রাজু আহম্মেদ মুন্সি ও জয়নুল পারভেজ সুমন, সাংগঠনিক পদে মোঃ রাসেল শেখ ও সাদ্দাম শেখ, কোষাধ্যক্ষ পদে লিটন শেখ ও রাজু তালুকদার, দপ্তর সম্পাদক পদে অনুপম সাহা, সৈয়দ সিব্বির এবং মোঃ মুরাদ হোসেন মুন্সি মনোনয়নপত্র ক্রয় করেছেন।
সর্বশেষ ২০০৮ সালে ডিসেম্বরে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে শেখ হাফিজুর রহমান সভাপতি পদে এবং মোঃ শহর আলী গাজী সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেন। কিছুদিন পর ছাত্রলীগের তৎকালীন সভাপতি শহীদুল ইসলাম লিটন মুন্সি আহবায়ক হন। তাঁর দীর্ঘদিনের ক্ষমতায়নের ফলে আর কোন নির্বাচন হয়নি। গত ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোঃ সোয়েব হোসেন গাজীকে আহবায়ক এবং মোঃ মনিরুজ্জামানকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট