1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শেষ রক্তবিন্দু পর্যন্ত আক্রমণ প্রতিহতের প্রতিশ্রুতি ইরানের

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে কোনো ধরনের হামলা চালানো হলে শত্রুর জন্য ‘অনেক চমক’ অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। ইরানে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদেহ এই মন্তব্য করেন।

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে আল জাজিরা জানায়, এক নিরাপত্তা বৈঠকে আজিজ নাসিরজাদেহ বলেছেন, ট্রাম্পের এই হুমকিগুলো যদি বাস্তব রূপ নেয়, তবে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত পূর্ণ শক্তিতে দেশকে রক্ষা করব। আমাদের প্রতিরোধ হবে তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলায় যেসব দেশ সহায়তা দেবে, তারাও ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে। নাসিরজাদেহ জানান, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, ইরান তা ইতোমধ্যে কাটিয়ে উঠেছে এবং বর্তমানে তাদের সামরিক উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এদিকে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে বলেও সতর্ক করেছে তেহরান। বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন বলে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, তেহরান ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হবে। একই সাথে ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য হামলা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখার অনুরোধও জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট