1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা প্রধান উপদেষ্টার সাথে দেড় ঘণ্টা বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ওসমান হাদি হত্যা মামলায় বাদীর নারাজি ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ অসহায় দরিদ্র মানুষের পাশে ব্র্যাক গড়ইখালীতে ৩৩০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে স্মাট লাইফ ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবার উদ্ভোধন নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক এর লঞ্চিং

২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ডেস্ক:: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এ আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, প্রধান শরীক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে লড়বে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে সমঝোতা করেছে।

তবে জোটের অন্যতম শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য এখনও কোনো আসন চূড়ান্ত করা হয়নি। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসন সমঝোতার বিষয়টি ঝুলে আছে এবং আজকের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক স্বাগত বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির ড. অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ শরীক দলগুলোর অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট