দাকোপ(খুলনা)প্রতিনিধি:: দাকোপে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৬জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি ডিইএ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দাকোপে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (প্রথম সংশোধিত)শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিসহ ফসলের বৈচিত্রায়নে প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন দাকোপ উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। আরো প্রশিক্ষণ দেন উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিত বিষয়ক প্রশিক্ষক মিন্টু রায়। ৯টি ইউনিয়নের উদ্যোগী কৃষক-কৃষানীদের উপজেলায় ২০ হাজার হেক্টর জমি আছে তার ভিতর দেড় লাখ বিঘা পতিত জমিতে বারো মাসি ফসল চাষ কি ভাবে করা যায় ও বিভিন্ন উদ্ভিদের রোগ-বালাই প্রতিকারের বিষয়ে বিষদ ভাবে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
Leave a Reply