1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

দাকোপে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেনকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা)প্রতিনিধি:: জাতির জনকের আহবানে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা ৭১ সালে রক্তক্ষয়ি সংগ্রামের মাধ্যমে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছিলো বলেই আজ আমরা এ দেশের গর্বিত নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করছি। সুতরাং বীর মুক্তিযোদ্ধাদের এই অবদান আমাদের চীরদিন শ্রদ্ধার সাথে স্মরন রাখতে হবে।
খুলনার দাকোপে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবনির্বাচীত দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনকে দেওয়া সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় সদ্য সাবেক খুলনা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুর রহমান বলেন, দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি বার বার নির্বাচীত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন কেবল একজন দানবীর নয়, তিনি মুক্তিযোদ্ধাদের পরম পরিক্ষিত বন্ধু। দাকোপে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানে তিনি কোটি টাকার সম্পদ বিনামূল্যে দান করে যে নিদর্শন রেখেছেন, বীর মুক্তিযোদ্ধারা এটা চীরদিন কৃতজ্ঞচিত্রে স্মরন রাখবে। উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়ের সভাপতিত্বে শনিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন। বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, নিরাপদ মন্ডল, নিশিকান্ত গোলদার, সুকল্যান সরকার, পংকজ কুমার রায়, আকবর হোসেন, ডাঃ নারায়ন মন্ডল, চীররঞ্জন মন্ডল, আকিজ উদ্দিন গাজী, মুজিবর মিস্ত্রি, মুরারী মোহন গাইন, শংকর কুমার মন্ডল, রুহুল আমিন গাজী, বিমল কৃষ্ণ রায়, নিরাঞ্জন কুমার পাইক, ইউসুফ আলী সানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট