নিজস্ব প্রতিনিধি:: খুলনার ফুলতলা উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (৭ জুলাই) সকালে অভিযানে ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং কারেন্ট জাল বিক্রির অপরাধে ৫ জন দোকান মালিককে পৃথক ভাবে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমাইয়া সুলতানা প্রমুখ। অভিযান শেষে উপজেলা পরিষদ মাঠ চত্ত্বরে ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা।
Leave a Reply