1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন: ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ গাজায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান: ৮ জোড়া ট্রেন কখন-কোথা থেকে ছাড়বে পাইকগাছার সোলাদানায় বিএনপি নেতা ডা. মজিদের গণসংযোগ ও লিফলেট বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বেনাপোলে জামায়াত শিবিরের গণমিছিল অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের প্রথম বাজেট সভা অনুষ্ঠিত পাইকগাছায় ১৯ মাস পর পরিবারে ফিরলেন মানসিক ভারসাম্যহীন পারুল আক্তার বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ পাইকগাছায় চার ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা নেট-পাটা অপসারণের দাবি

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’-এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি ও চশমা বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে খুলনার গোয়ালখালি পিএইচটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সমাজে প্রতিষ্ঠার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। যথাযথ সুযোগ সুবিধা পেলে তারা প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধীদের চলার পথে সব থেকে বড় উপকরণ হল সাদাছড়ি। তাদের জীবনমান উন্নয়ন, সাফল্য অর্জনে এর গুরুত্ব অপরিহার্য। তাই সাদাছড়ির ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচার বাড়াতে হবে। অতিথিরা প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহবান জানান।
সভায় জানানো হয়, খুলনায় ৪৩ হাজার একশত ৪৮জনকে প্রতিবন্ধী ভাতা ও সাতশত ৬০জনকে চার স্তরে শিক্ষাভাতা প্রদান করা হয়েছে। কোন না কোনভাবে ৫২ হাজার চারশত ৮৫জনকে প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং সবাইকে সুবর্ণকার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা। অনুষ্ঠানে পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মোঃ আবিদ হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক, প্রতিবন্ধী স্কুলের কর্মকর্তা মৌসুমী দেবনাথ, দৃষ্টি প্রতিবন্ধী সবুজ, শেখ নুর মোহাম্মদ সুনু, বেসরকারি উন্নয়ন সংস্থা সাইডসেভারের জেলা কো-অর্ডিনেটর বনফুল চুমকি বক্তৃতা করেন।
অনুষ্ঠানে অতিথিরা ১৫ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি, কালো চশমা ও আটজন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট