নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগর জাতীয় যুব সংহতির উদ্যোগে শনিবার সকাল ১১ টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক শেখ মোঃ তোবারেক হোসেন তপুর সভাপতিত্বে ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রাসেল হোসেন এর পরিচালনায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি মহানগর জাতীয় পার্টির সহ- সভাপতি শেখ নাজমুল কবির সাদী, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি তৈমুর হোসেন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে কাজী হাসানুর রশীদ রাসেল, প্রিন্স হোসেন কালু, নজরুল ইসলাম আজাদ, আব্দুর রাজ্জাক ও গাজী খোকন। মহানগর জাতীয় পার্টিও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রজব, মহানগর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাজহার জোয়ার্দার পান। জাতীয় ওলামা পার্টির সদস্য সচিব রিপন মান্দার, বক্তব্য রাখেন- যুবনেতা এম. এ রব, শাকিল আহমেদ লাল, মোঃ বাবলু বিশ^াস, মোঃ মাসুদ রানা, জি এম মিলন, শেখ মোঃ মাসুদ রানা, মাসুদ আকুঞ্জী, রেজা মহসিন, কাজী খলিল, মোঃ হাবিব, মোঃ নজরুল ইসলাম, মোঃ বাবলু হাওলাদার, মোঃ সেলিম, মোঃ আক্তার হোসেন, মোঃ কামাল, মোঃ রবিউল ইসলাম, পলাশ তালকদার, মোঃ ইউসুফ শেখ, মোঃ সুমন শেখ, মোঃ আজিজুল ইসলাম, মোঃ তানজিদ শেখ, মোঃ রকিবুল ইসলাম কচি, মোঃ নুরুল হক, মোঃ আনোয়ার, মোঃ নাসির, মোঃ রিপন, মোঃ রানা, মোঃ মাসুম, মোঃ আহমেদ আলী প্রমুখ। কর্মীসম্মেলন শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের এর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
Leave a Reply