দাকোপ প্রতিনিধি:: ২৮ অক্টোবর ২০০৬ সালের শহীদদের শাহাদাত বার্ষিকী এবং ঐতিহাসিক পল্টন ট্রাজেডী উপলক্ষ্যে দাকোপে জামায়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদ চত্বরে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক। উপজেলা সেক্রেটারী অধ্যাপক ওয়াহেদুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আঃ রব, অধ্যাপক আব্দুল্লাহ, বটিয়াঘাটা উপজেলা আমির শেখ আবু ইউসুফ। আলোচনা করেন দাকোপ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী আলহাজ্ব জি এম ইমদাদুল হক, প্রচার সেক্রেটারী মোঃ বিল্লাল হোসেন, চালনা পৌরসভা সভাপতি মাওলানা আখতারুজ্জামান, জামায়াতনেতা আল আমিন হোসেন, হাফেজ মিনারুল ইসলাম, জি এম আজিজুল হক, আবুল হাসান, হাফেজ শাখাওয়াত হোসেন, মাওলানা জাকারিয়া হোসেন, আঃ রহিম, আজগার হোসেন, মোঃ সোহেল হোসেন, মাওলানা মাহমুদুল ইসলাম, রাসেল ফকির, এবাদুল ইসলাম, এনায়েত হোসেন, জহিরুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরনেতা ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান প্রমুখ। সভা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply