1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন-নাহিদ ইসলাম গাজায় এক দিনে নিহত আরও ১৩৮ ফিলিস্তিনি বিগত বছরগুলোর সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্ত হবে-প্রেস সচিব পাইকগাছায় বনবিবি’র বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে-খাদ্য উপদেষ্টা পাইকগাছায় খাবারে চেতনা নাশক মিশিয়ে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট জুলাই অভ্যুত্থান নিয়ে গুজব ও ভুয়া সমন্বয়কারীদের বিরুদ্ধে ক্ষোভ,সতর্ক করলেন সহকারী মুখপাত্র বোখারী শিকদার ১৬১১১-এ ফোন পেয়ে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করল কোস্টগার্ড চীনের কাছে ট্রাম্পের ‘আত্মসমর্পণ’, নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে পাইকগাছায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি:: খুলনায় পাইকগাছায় গ্রেপ্তার এড়াতে পালানোর সময় গুরুতর আহত হয়ে হেমেশ চন্দ্র মন্ডল নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় পৌরসভার বাতিখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেমেশ চন্দ্র মন্ডল পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক বলে জানা গেছে। অভিযানের খবরে বিল্ডিংয়ের বাথরুমের পাইপ বেয়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।অভিযানের খবরে পালানোর জন্য বাড়ির ছাদে উঠে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। ওই সময় পাইপ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ সবজেল হোসেন জানান, হেমেশ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানের সময় তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামতে চেষ্টা করলে পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। পরবর্তীতে খুলনার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট