1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পৌর বিএনপির প্রস্তুতি সভা শেষে সম্মেলনের তফসিল ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে-ফয়েজ আহমদ তৈয়্যব সবকিছু ওইদিনই শেষ করে দিয়েছি-অপু বিশ্বাস হাসপাতাল থেকে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মালয়েশিয়ায় জুমার নামাজ না গেলে ২ বছর কারাদণ্ড আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত

মোংলা সরকারি কলেজে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি:: চোরতন্ত্র উচ্ছেদ করতে পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। বিগত সময়ে লুটেরা পুঁজিবাদ থেকে দেশে চোরতন্ত্র তৈরি হয়েছে যাতে রাজনীতিক, সামরিক ও বেসামরিক আমলা, বিচার বিভাগসহ সবাই অংশ নিয়েছে। গত দেড় দশকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধতা গড়তে পারে আগামীর শুদ্ধতা ও সমৃদ্ধির বাংলাদেশ। ২৬ মে সোমবার বেলা ১২ টায় মোংলা সরকারি কলেজ মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। উপজেলা প্রশাসন, মোংলা সরকারি কলেজ, দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১২টায় ”শুধুমাত্র প্রবীনদের দিয়ে নয়, সততা ও তারুণ্যই গড়তে পারে সমৃদ্ধির বাংলাদেশ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত বসু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নরেশ চন্দ্র হালদার, স্বদেশ মন্ডল, মোল্লা আল মামুন, সুনীতি রায়, রীতা সরকার, রোহিনী বরন রায় প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন মোংলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক শাখার পক্ষ দলের অথৈ মিস্ত্রী (দলনেত্রী), লিমন, সাইবা আক্তার ইতি, বিপক্ষ দলের প্যানিলা বৈরাগী (দলনেত্রী), জিল্লুর রহমান ও তানু খানম। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক প্রদীপ অধিকারী ও প্রভাষক সাহারা বেগম। প্রধান অতিথির প্রধান অতিথির বক্তৃতায় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী বলেন নীতি কথা সবাই জানি কিন্তু মানিনা। কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেলে, শ্রমিক শ্রমের যথার্থ মূল্য না পেলে, সমৃদ্ধ বাংলাদেশ হবেনা। বিতর্ক প্রতিযোগিতায় একাদশ বিজ্ঞান শাখা চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন মোংলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী প্যানিলা বৈরাগী। সবশেষে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট