1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

‘ঢাকাস্থ বেনাপোল সমিতি’র’ উদ্যোগে প্রতিষ্ঠানের সভাপতিকে সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::  ঢাকাস্থ বেনাপোল সমিতির’ উদ্যোগে বেনাপোল পোর্ট থানার আওতাধীন স্বনামধন্য পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।সংবর্ধনা অনুষ্ঠানে বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন সভাপতিকে ক্রেস্ট প্রদান করা হয়

রোববার (৮ জুন) সকালে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বেনাপোল সানরুফ অডিটোরিয়ামে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আজারুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। সিনিয়র দাতা সদস্য ও শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন,যশোর মহিলা কলেজের সহযোগি অধ্যাপক মোফাজ্জেল হোসেন এবং মোঃ মেহেরুল্লাহ।

ঢাকাস্থ বেনাপোল সমিতির সভাপতি এম এস রেজোয়ান আক্তার শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা সভাপতি আলহাজ্ব হবিবর রহমান। এছাড়াও বেনাপোলের সুধি সমাজ সহ সমিতির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট