1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

সাংবাদিক মামুন রেজার দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো চীফ ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার (২১ জুন) বাদ জোহর তার নামাজে জানাজা খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষগাতী সুতীরকূল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক মো. এনামুল হকসহ খুলনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, চ্যানেল ২৪ ঢাকা অফিসের আউটপুট এডিটর কাইয়ুম তুহিন, যুগ্ম বার্তা সম্পাদক তামিম রহমান, নাদিম হোসেন, ন্যাশনাল ডেক্স ইনচার্জ মনিরুল ইসলাম, সহযোগী সম্পাদক হকিকত জাহান হকি, খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) আবুল বাশার মো. আতিকুর রহমান, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, দিঘলিয়া থানা বিএনপির আহবায়ক মো. সাইফুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, মোল্লা নাজমুল হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ বাবলা, উপজেলা জামাতের সেক্রেটারি মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোলাম রসুল খান, মোল্লা নাজমুল হক, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী মোড়ল, আলহাজ সারোয়ার খান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, আসমা সারোয়ার খান বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ। জানাজা পরিচালনা করেন হাফেজ মাওলানা রিয়াজুর ইসলাম।

উল্লেখ্য শুক্রবার (২০ জুন) নিজ বাসায় অবস্থানকালে বু‌কে ব্যাথা অনুভূত হওয়ার পর রাত ৯ টার দি‌কে তা‌কে খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক রাত পৌ‌নে ১০ টার দি‌কে তা‌কে মৃত ঘোষণা করেন।

সাংবা‌দিক মামুন রেজার প্রথম নামা‌জের জানাজা শুক্রবার রাত সোয়া ১২ টায় জা‌তিসংঘ শিশুপা‌র্কের পা‌শে আল হেরা জা‌মে মসজিদের সাম‌নে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ খুলনা প্রেসক্লাবে নেয়ার পর সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট