দাকোপ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় উপজেলা সদর চালনা পৌরসভাস্থ ডাক বাংলা মোড়ে বিএনপির কার্যালয়ে চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব সাবেক মোঃ আল আমীন সানার সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক সাবেক এস এম ফয়সাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রথান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য ও চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শাকিল আহমেদ দিলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম গাজী, চালনা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক কাউন্সিলর আইয়ুব আলী কাজি, যুগ্ম-আহবায়ক ইমরান হোসেন পলাশ, বিএনপিনেতা সাবেক কাউন্সিলর আঃ বারিক শেখ, দাকোপ উপজেলা মহিলা দলের সভানেত্রী কৌশল্যা রায়, বিএনপি নেতা মোঃ আবুল বাসার, মোঃ মাঈনউদ্দিন খান, মোঃ জাহাঙ্গীর আলম, আফজাল সানা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা আরিফ বিশ^াস, সানাউল্লাহ শেখ, সঞ্জয় সাহা, হাবিবুল্লাহ গাজী, আব্দুস ছাত্তার সাইদ শেখ, চালনা পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব ইফতেখার কবির বাপ্পি, মোঃ জাবেদ শেখ, রাশেদ সানা, শাকিল সানা প্রমুখ। সভাশেষে একটি বর্নাঢ্য আনন্দ র্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply