1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি: ‘অভিযান চালালে এবার হামলা হবে গভীরে’ অন্তর্বর্তী সরকার নয়, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরাই-ড. আলী রীয়াজ পুলিশের ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি পাইকগাছার পল্লীতে বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পাইকগাছার চার ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের মিনহাজ নদী পরিদর্শন খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় মোংলা বন্দরের সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে চাই- রিয়ার এডমিরাল শাহীন রহমান বটিয়াঘাটায় জামায়াতে ইসলামী ও বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত সুন্দরবনে অস্ত্র গুলিসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক আওয়ামী লীগ সরকার ১৯৭২ সালের সংবিধান অপ্রয়োগ করেছে-ড. মুহাম্মদ ইউনূস

চালনা পৌরসভা বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে নাম ভাঙ্গিয়ে চাঁদা চাওয়ার অপরাধ শুনতে যাওয়ায় পৌরসভা বিএনপির নেতা সহ অঙ্গ সংগঠনের নেতাদের লাঞ্ছিত করার প্রতিবাদে তাৎক্ষনিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফর হোসেন বলেন, দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের একটি পারিবারিক শালিশকে কেন্দ্র করে বিএনপি চালনা পৌরসভা আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক এবং বাজুয়া ইউনিয়ন বিএনপির নেতার নাম ব্যবহার করে বাজুয়া এলাকার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রসুল সানা নামে এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে জনৈক কাঞ্চন নামে এক মহিলার কাছে ১ লক্ষ ৪০হাজার টাকা চাঁদা দাবি করে। আদৌ উক্ত চাঁদা দাবির বিষয়ে বিএনপির ঐ সকল নেতা কিছুই জানতেন না। পরবর্তীতে বিএনপির নেতাকর্মীরা ঐ চাঁদা দাবির বিষয় গুলো মোবাইল কল রেকর্ড এর মাধ্যমে জানতে পারে। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে অবিহিত করলে চাঁদা দাবি কারী ব্যক্তির অভিভাবকদের কাছে শুনতে বলে। বাজুয়া বাধে তার বড় ভাইয়ের কাছে বিষয়টি জানালে চাঁদা দাবির বিষয় স্বীকার করে বলেন তাকে আইনের হাতে সোপর্দ করবে। এই কথা শুনে আমরা যখন চলে আসবো তখন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম শামীম এর নেতৃত্বে স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন ঐ চাঁদা দাবি করা ব্যাক্তির পক্ষ নিয়ে চালনা পৌরসভা বিএনপির আহ্বায়কসহ অঙ্গ সংগঠনের নেতাদের সাথে অসাদাচরণ, লাঞ্ছিত, হেয়প্রতিপন্ন করে। এক পর্যায়ে চাঁদা দাবি করা ব্যাক্তিকে আইনের হাতে সোপর্দ করার কথা বলে । পরবর্তীতে তাকে আইনের হাতে তুলে না দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অনেক লোকজন নিয়ে বিভিন্ন রকম মিথ্যা কল্প কাহিনী সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। কল্পকাহিনী গুলো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করেছে। তিনি বলেন আপনাদের সহযোগীতায় সংবাদ প্রকাশের মাধ্যমে উর্ধ্বতন নেতৃবৃন্দের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজকে এই সংবাদ সম্মেলন। চাঁদা দাবি করা ঘটনা সহ সকল মিথ্যাচারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচীব আঃ মান্নান খান, যুগ্ম আহবায়ক দীপক সরদার, পৌর সদস্য সচীব আলামিন সানা, শহীদুল শেখসহ চালনা পৌরসভা ও দাকোপ উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট