নিজস্ব প্রতিনিধি:: খুলনা জেলা জাতীয় পার্টির আয়োজনে ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে বুধবার বেলা ১১ টায় ডাক বাংলাস্থ পার্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. সৈয়দ আবুল কাশেম।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টি খুলনা মহানগর শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের বক্তৃতা করেন যথাক্রমে জাতীয় পার্টি খুলনা মহানগর শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট অচিন্ত কুমার দাস, খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, আব্দুস সবুর মাস্টার, জাতীয় পার্টি খুলনা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহজাহান আলী সাজু, উপদেষ্টা মো: লুৎফর উকিল, রূপসা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওদুদ মোড়ল, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ, ডুমুরিয়া উপজেলার সাধারন সম্পাদক আসাদুজ্জামান লিটু, এস.এম রফিক সিরাজ, ফরিদা ইয়াসমিন, দাকোপ উপজেলা যুগ্ম-আহবায়ক মিল্টন গোলদার, পৌরসভার যুগ্ম আহবায়ক মো: মহাসিন ফরাজী, মো: কায়েছেদ মিয়া, মো: তাইজুল ইসলাম, শিরিনা ইয়াসমিন প্রমুখ। সভায় ১লা জানুয়ারী ২০২৫ জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নেতৃবৃন্দ ব্যাপক সিদ্ধান্ত গ্রহন করেন।
Leave a Reply