1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
সবকিছু ওইদিনই শেষ করে দিয়েছি-অপু বিশ্বাস হাসপাতাল থেকে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মালয়েশিয়ায় জুমার নামাজ না গেলে ২ বছর কারাদণ্ড আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত ৪০০ কোটি টাকায় দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের ৪৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ন্যাশনাল ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সেন্টারের স¤প্রসারণ করা হবে-ফয়েজ আহমদ তৈয়্যব জলাবদ্ধতা নিরসনে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি-ফিরোজ সরকার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
জলাবদ্ধতা নিরসন, সরকারি দপ্তরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, সড়ক সংস্কার, এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনা, সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সামনের দিনগুলোতে দুইটি বিষয়ে আমাদের প্রধান করণীয় থাকছে। প্রথম বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটকেন্দ্রগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করা। একাজটি গুরুত্বসহকারে দেখতে সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, আরো একটি জরুরি বিষয় হলো গত মৌসুমের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে খুলনাসহ অন্যান্য উপজেলার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া। এসমস্যা সমাধানে ইতোমধ্যে শোলমারি পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প বসানো হয়েছে। স্লুইচগেটগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম সভায় জানান, ঈদ-উল-আজহার সময় মহানগরে তেমন উল্লেখযোগ্য অপরাধমূলক ঘটনা ঘটেনি। মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নগরীতে একটি হত্যাকান্ডের নেপথ্যের কারণ ২৪ ঘন্টার মধ্যে উন্মোচন করা হয়েছে। আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকান্ডের দায় আসামীরা স্বীকার করেছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক সভায় জানান, ডেঙ্গু ও করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। বাইরে বের হলেই মাস্ক পরতে হবে। পরিস্থিতি বিবেচনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় বেড প্রস্তুত করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ, ড্রেনসহ সকল জায়গা পরিষ্কার রাখতে হবে। কোন স্থানে পানি জমতে দেওয়া যাবে না।
কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম সভায় জানান, কৃষকদের মাঝে নারিকেল, তাল, লেবু চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। একই সাথে শাক-সবজি ও আমন ধান আবাদের জন্য এক কোটি ৫৫ লাখ ৫৭ হাজার তিনশত টাকা প্রণোদনা দেওয়া হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট