পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছা-কয়রা খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
তিনি শুক্রবার দিনব্যাপী পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নের ফুলবাড়ি বাজার, দারুন মল্লিক, নোয়াই বাজার, বিগরদানা বাজারসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন রফিকুল ইসলাম রফিক। গণসংযোগ চলাকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও দলের পক্ষে সমর্থন কামনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা জিএম ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. তোফা, ইমরান হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মো. আক্তার হোসেন, শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, ব্যাংকার প্রশান্ত কুমার দাশ, আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা জিয়ারুল ইসলাম, তেজেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply