1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজায় যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার আশঙ্কা সাবেক মেয়রের সহযোগী টুটু গ্রেফতার পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম ৯ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক-কারা অধিদপ্তর পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা শার্শা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর পেঁয়াজ আমদানি শুরু পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত দাকোপে পিপিআর রোগ নিমূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রনে ছাগল ও ভেড়ার টিকা প্রদান কর্মীসূচীর উদ্বোধন

শার্শা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার কায়বা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে কায়বা গ্রামের পূর্ব রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে।

আটকরা হলো রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মন্ডলের ছেলে সুজিত মন্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্দর মন্ডলের ছেলে পাচু মন্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭) এবং মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)।

জানা যায়, আটকের সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি এবং ৭টি মোবাইল ফোন। এর মধ্যে ৪টি স্মার্টফোন ও ৩টি বাটন ফোন জব্দ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে বাংলাদেশ সিমান্ত পার হয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির কায়বা বিওপির একটি টহল দল সিমান্তে গোপন অবস্থান নেয়। এসময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে এবং সীমান্তবর্তী জনগণকে নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে। আটককৃতদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট