1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ওয়াশ ফর আরবান পুওর ফেজ-২ প্রকল্পের আওতায় বুধবার সকালে লোনাপানি গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ কর্মশালার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি ডাঃ আওরঙ্গজেব আল হোসাইন।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, নারায়ণ চন্দ্র শিকারী, মাওলানা আবু সাদেক, শিক্ষক রবিউল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি সুমন কুমার সাহা, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, নবলোক পরিষদের কাজী ফারহানা আফরোজ, তন্ময় কান্তি মজুমদার, যমুনা রাণী রায় ও হীমা ব্যানার্জি প্রমুখ।

বক্তারা এন্টিবায়োটিক ব্যবহারে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ, প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকা, প্রয়োজনে নির্ধারিত কোর্স সম্পন্ন করা, বাতাস ও পানি জীবাণুমুক্ত রাখার পাশাপাশি এন্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিভিন্ন পেশার প্রতিনিধিসহ স্থানীয় স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট