1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই বছরের চুক্তিতে বিসিবিতে যোগ দিচ্ছেন সাইমন টোফেল পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইসরায়েলি হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না-শফিকুল আলম আসন্ন নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা-আইজিপি পাথরঘাটায় কোস্টগার্ডের আয়োজনে অবৈধ কর্মকান্ড ও চোরাচালান বিরোধী আলোচনা সভা মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে আটক ১০ চিতলমারীর চবানিয়ারী ইউনিয়ন সেচ্ছসেবক দলের কর্মিসভা গভীর সমুদ্রে যান্ত্রিক ত্রুটিতে বিকল ফিশিং ট্রলারসহ ১১ জেলে উদ্ধার বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির সংবাদ সম্মেলন, তিন দিনের হরতাল

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার সকালে নগর ভবনের নিচতলায় মহানবী (স.) এর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ফিরোজ শাহ।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবন ও আদর্শের উপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: রফিকুল ইসলাম, ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, কেসিসি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো: হাফিজুর রহমান ও দারুল কুরআন দাখিল মাদরাসার অধ্যক্ষ এহসানুল হক। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান সহ কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (স.) এর জন্ম ও মৃত্যু দিবস শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র মানব সভ্যতার জন্য দিনটি স্মরণীয় হয়ে আছে। প্রিয় নবীজির (স.) জন্ম সারাবিশ্বে নব জাগরণের সূত্রপাত ঘটিয়েছিল। মহানবী (স.) এঁর অমর শিক্ষা এবং তাঁর প্রদর্শিত পথে অগ্রসর হয়ে মানব জাতির কল্যাণে সকলকে একযোগে কাজ করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।
পরে প্রধান অতিথি ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো: মুশফিকর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট