
চিতলমারী প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী জেলা মজলিসের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের জেলা শাখার সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ উঠান বৈঠক করেছেন। সোমবার (০৩ নভেম্বর) বিকেল ৫ টায় চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বোয়ালিয়ায় এ বৈঠক করেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ সাধারন মানুষের অংশ গ্রহণে বৈঠক প্রাণবন্ত হয়ে ওঠে।
জামায়াতে ইসলামী হিজলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামান, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান নান্না, শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমান ও জামায়াতে ইসলামী মনোনিত হিজলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা শেখ সোহেল।
গণসংযোগ শেষে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-১ আসন (চিতলমারী-মোল্লাহাট ও বাগেরহাট সদর) প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা গণসংযোগ ও উঠান বৈঠক করেছি। আমরা সাধারণ মানষের সাথে কথা বলছি। তাদের দুঃখ, কষ্ট ও বেদনার কথা শুনছি। তারা যাতে আমাদের আগামী নির্বাচনে রায় দেয় সে জন্য দাবী জানাচ্ছি।’
Leave a Reply