1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা অগণতান্ত্রিকভাবে কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা দাকোপে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত অ্যাডভোকেসি এজেন্ডা নির্ধারণে কর্মশালা পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক- ১ যশোরের মফস্বল এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি দাকোপে বিএনপির উদ্যোগে আবুল খায়ের ৫ম মৃত্যুবার্ষিকীর সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ড-পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১ খুলনায় দক্ষিণাঞ্চলের মৎস্য সেক্টরের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ আ.লীগ নেতা পারভেজ মোল্লা আটক মুস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি ভারতের ধর্মীয় নেতাদের

৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৫ বছর পর আটক কবিরুল

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কবিরুলকে ১৫ বছর পর গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ও র‍্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া বাতেনটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সাজা থেকে বাঁচতে তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
গ্রেপ্তার কবিরুল ঘোড়াঘাট পৌরশহরের বাগানবাড়ি এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, পুলিশের কাছে ২০০৫ সালে গাইবান্ধা পলাশবাড়ীতে এবং তার আগে ২০০৩ সালে বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হন কবিরুল। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা হয়। দুই মামলায় আটক থাকার পর জামিনে মুক্তি পান। সেই থেকে পলাতক ছিলেন কবিরুল। পরে দীর্ঘ শুনানি শেষে ২০১০ সালে গাইবান্ধার একটি আদালত তিন বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়।
অন্যদিকে, বগুড়ায় হওয়া আরেক মামলায় ২০২১ সালে আদালত আসামি কবিরুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।
এদিকে রায় ঘোষণার পর পলাতক আসামিকে ধরতে ঘোড়াঘাট থানা পুলিশকে নির্দেশনা দেন আদালত। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তার হওয়া আসামির নামে দুটি সাজা এবং আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তিন মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন পলাতক এই আসামি ধরতে এসআই সাব্বির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল র‍্যাব-৪ এর সহযোগিতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকার আশুলিয়া বাতেনটেক থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে শনিবার ভোরে ঘোড়াঘাট থানায় নিয়ে আসা হয়। পরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট