
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “কপিলমুনি কাপ” ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার(১৪ নভেম্বর) বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। এসময়ে তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কপিলমুনির এই ফুটবল কাপ টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশের এক উজ্জ্বল প্ল্যাটফর্ম। এমন সুন্দর আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত।
কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাসার চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরান, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড. আব্দুস সাত্তার, এসএম ইমদাদুল হক, তুষার কান্তি মণ্ডল, তৌহিদুজ্জামান মুকুল, মো. আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, এড. সুমন আহমেদ, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকী, সাবরিনা আক্তার, লক্ষ্মী রানী মণ্ডল, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, রুবেল মীর, শেখ রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মন্টু, মোস্তফা মোড়ল, মেরাজুল ইসলাম, মিজান জোয়ার্দার, আবুল বাসার বাচ্চু, আসাদুজ্জামান ময়না, কৃষক দলের সভাপতি মোঃ মেছের আলী সানা, নাজির আহমেদ, সরদার ফারুক হোসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বৃন্দ।
এদিকে উদ্বোধনী দিনের খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Leave a Reply