1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

কয়রা হবে পর্যটন কেন্দ্র ,দূর হবে বেকারত্ব-মনিরুল হাসান বাপ্পী

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:: অনেক সম্ভাবনার খুলনার দক্ষিনাঞ্চলের কয়রা-পাইকগাছায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে জনসাধারণের বেকারত্ব ঘোচাতে পারবো। কয়রা হবে পর্যটন কেন্দ্র দূর হবে বেকারত্ব। খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী গতকাল একথা বলেছেন।

তিনি বলেন, এই অঞ্চলের জনসাধারণ সোনা ফলায় অথচ এই জনপদের জনগণের জীবনযাত্রার মান আজও বৃদ্ধি পায় নাই। যারা এখানে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, তারা আপনাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করেছে। আমি কথা দিচ্ছি আপনাদের ভোটে নেতা নয় সেবক নির্বাচিত হতে চাই।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত এই অঞ্চলকে আধুনিকতার অন্যতম অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো। আমাকে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করুন, আমি চলমান উন্নয়নের পাশাপাশি দৃশ্যমান উন্নয়ন করতে চাই, যাতে আগামীতে আমি ভোট চাইতে আসবো না, আমার কর্মকাণ্ডের কারণে আপনারাই আমাকে ভোট দিয়ে এই অঞ্চলের গণমানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন।

শনিবার বিকাল সাড়ে ৪টায় সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এফ এম মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে কয়রার উত্তর মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম ডি বায়েজিত হোসেন বাচ্চু, খুলনা জেলা বিএনপির সদস্য কয়রা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ বিশ্বাস, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তাসিম বিল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, কোহিনুর আলম, মোস্তাফিজুর রহমান, মহরম হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাকসুদুর রহমান, জামাল ফারুক জাফরিন আব্দুল গফফার, শফিকুল ইসলাম, এস এম গোলাম রসুল, কামরুল ইসলাম, নাজমুল হুদা, আবুল হাসান ডাবলু, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবু, মেহেদী হাসান সবুজ, ফাতেমা খাতুন, আব্দুর রহমান বাচ্চু, আব্দুল ওয়াদুদ, আব্দুর রউফ, আজিজুল ইসলাম, রোজিনা আক্তার, মাহফুজা, মুক্তা, নিঝুম, বেলাল হোসেন, হাসান, ফারুক, জিতু, মনিরুল প্রমুখ।

দিনের শুরুতেই চাঁদখালীর মৌখালী বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। আমাদী বাজারে গণসংযোগ, চাঁদ আলী বাজারে গণসংযোগ, কয়রা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সাথে শুভেচ্ছা বিনিময়, ৫নং কয়রা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বর দের সাথে মতবিনিময় উপস্থিত ছিলেন। মাগরিবের নামাজ পরবর্তী কয়রা সদর ইউনিয়নের পল্লী মঙ্গল বাজারে যুবদলের আয়োজনে সভায় বক্তব্য ও গণসংযোগ করেন। সরকারি পুকুরপাড় বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট