
দাকোপ প্রতিনিধি:: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায়” এই প্রতিপাদ্যে দাকোপে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।
দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালনে শনিবার বেলা ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কার্যালয়ের সেমিনার কক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। দাকোপ উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, বীরমুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়, কনিকা বৈরাগী এবং মোঃ তানজিল হোসেন। সভায় উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সমাজসেবার উপকার ভোগীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী সমাজসেবা অফিসার মেহেদী হাসান।
Leave a Reply