দাকোপ প্রতিনিধি:: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠান,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১০ টায় এ লক্ষে চালনা ডাক বাংলা মোড়ে মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন প্রধান অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত জয়িতা সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন খুলনা দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক ফারদিন খান প্রিস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, আইসিটি অফিসার সমীর বিশ^াস, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, সুব্রত রায়, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির প্রমুখ। সভায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আলেয়া খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী তাজরিনা সুলতানা, সফল জননী নারী গীতা রপ্তান, নির্যাতনের বিভীষিকা মুছে ছেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী সীমা সরকার, সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেথেছেন যে নারী মিনারা খাতুনকে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয়।
Leave a Reply