নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগর জাতীয় মহিলা পার্টির কর্মীসভা বুধবার সাড়ে ৭ টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি, খুলনা মহানগর এর নেত্রী শাহনাজ পারভীন এর সভাপতিত্বে ও মহিলা নেত্রী সেলিনা আক্তার ইরানীর সঞ্চালনায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়, উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ অচিন্ত কুমার দাস, সহ-সভাপতি যথাক্রমে শেখ নাজমুল কবীর সাদী, শাহ লায়েক উল্লাহ, তৈমুর হোসেন শাহীন, তোবারেক হোসেন তপু, খান আকরামুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আঃ রাজ্জাক হাওলাদার, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, এজাজ আহম্মেদ, মোঃ মনিরুজ্জামান। সাংগঠনিক সম্পাদক কাজী হাসানুর রশীদ রাসেল। সভায় বক্তব্য রাখেন মাজহার জোয়ার্দার পান, কামরুজ্জামান রজব, মাসুদ রানা, ওলামা পার্টির সদস্য সচিব মোস্তফা কামাল রিপন, শহিদ হাওলাদার, বাবুল হাসান রাজু, জাহিদ হোসেন, অপূর্ব দত্ত নেকু, মোঃ মুনছুর খা, মোঃ আহাদ, মোঃ পারভেজ, মোঃ জাকির খা, সভায় উপস্থিত ছিলেন- মহিলা নেত্রী মিসেস সাবিনা, মিসেস রেক্সোনা, মিসেস মারুফা, মিসেস তন্নি, মিসেস রুমা, মিসেস শরিফা, মিসেস বিউটি, মিসেস রুমি, মিসেস আশা, মিসেস মমতাজ, মিসেস আসমা, মিসেস কণা, মিসেস আমেনা, মিসেস মুক্তা, মিসেস অনু, মিসেস শান্তা, মিসেস সুমি, মিসেস রতœা, মিসেস গুলশান, মিসেস গুলশান, মিসেস পারভীন, মিসেস রাগিনী, মিসেস ময়না, মিসেস মুন্নী, মিসেস শামীমা, মিসেস রানী, মিসেস পরী, মিসেস হামিদা, মিসেস শাহানুর, মিসেস ময়না, মিসেস পপি, মিসেস হাসিনা, আয়াত প্রমুখ।
Leave a Reply