1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পৌর বিএনপির প্রস্তুতি সভা শেষে সম্মেলনের তফসিল ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে-ফয়েজ আহমদ তৈয়্যব সবকিছু ওইদিনই শেষ করে দিয়েছি-অপু বিশ্বাস হাসপাতাল থেকে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মালয়েশিয়ায় জুমার নামাজ না গেলে ২ বছর কারাদণ্ড আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত

খুলনা পিআইডি’র আয়োজনে তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শুক্রবার সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ভবিষ্যত বাংলাদেশের উন্নয়নে তারুণ্যশক্তির গুরুত্ব অনেক। জুলাই এর গণঅভ্যূত্থানের মাধ্যমে বর্তমান বাংলাদেশের সৃষ্টি। নতুন বাংলাদেশ তৈরিতে এই তরুণদের মেধাশক্তি কাজে লাগাতে হবে। এলক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তরুণরা বাংলাদেশকে কেমন দেখতে চায় এ লক্ষ্যে কাজ করার জন্য তরুণদের কাছেই পৌঁছাতে হবে। দেশের অগ্রযাত্রায় তরুণদের অধিক পরিমাণে সম্পৃক্ত করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকার। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি। খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এ সভার আয়োজন করে।
সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরা, তথ্য অধিদফতরের প্রধান সহকারী শারমিন সুলতানা-সহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মচারীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট