1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
অবহেলায় জন্ম নেওয়া ডাঁটাশাকের উচ্চতা ৯ ফুট ছাড়ালো, উৎসুক পথচারিদের ভিড় মওলানা ভাসানী প্রেরণার উৎস হয়ে থাকবেন-তারেক রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন মেহজাবীন চৌধুরী চীনে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন শেখ হাসিনার মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার শেখ হাসিনার মামলার রায় কাল, ন্যায়বিচার চাইলেন মির্জা ফখরুল শার্শায় কবরস্থানে বালতি ভরা কাঠের গুড়ার নিচে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কোস্টগার্ডের আলোচনা সভা বেনাপোলে পতাকা বৈঠকে বিএসএফ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে

অবহেলায় জন্ম নেওয়া ডাঁটাশাকের উচ্চতা ৯ ফুট ছাড়ালো, উৎসুক পথচারিদের ভিড়

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় অবহেলায় জন্ম নেওয়া একটি ডাঁটাশাক গাছ ৯ ফুটের বেশি উঁচু হয়ে সবার নজর কাড়ছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় হাট চান্নির পাশে রাস্তার ধারে আগাছার মতো আপনা আপনি জন্ম নেয়া এই ডাঁটাশাক এখন পথচারিদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয় মটবাটি গ্রামের এসএম সামছুর রহমান জানান, প্রথমে উঁচু পাঁকা মেঝের পাশে একটি ডাঁটাশাক গাছ জন্মায়। কিছুদিন পর আরেকটি গাছ জন্ম নিয়ে দ্রুত বাড়তে থাকে। প্রথম গাছটি প্রায় তিন ফুট পর্যন্ত ওঠে, আর দ্বিতীয়টি অল্প সময়ে এতটাই বড় হয় যে ঝুঁকে পড়লে পাশেই একটি বাঁশ পুঁতে সেটিকে বেঁধে দিই। এখন গাছটি টিনের চাল স্পর্শ করার মতো অবস্থায় পৌঁছেছে।

প্রতিদিন স্থানীয় লোকজন ও পথচারীরা গাছটি দেখতে থামছেন এবং অনেকেই ছবি তুলছেন। স্বাভাবিকভাবে ডাঁটাশাক লতাজাতীয় উদ্ভিদ হওয়ায় এর মাংসল লতা ১০ ফুট পর্যন্ত লম্বা হওয়া অস্বাভাবিক নয়। ভারতীয় উপমহাদেশ ও ইন্দোচীন এই উদ্ভিদের আদি নিবাস বলে পরিচিত। দেশে ডাঁটাশাকের উন্নত জাতের মধ্যে রয়েছে বারি ডাঁটা–১, বারি ডাঁটা–২ এবং বারি মরিচ–১। কাণ্ডপ্রধান উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে বাঁশপাতা, কাটুয়া, সুরেশ্বরী ও আমনি—যেগুলো গ্রীষ্মকালে বেশি জন্মে।

এদিকে অবহেলায় জন্ম নেওয়া এ ডাঁটাশাক গাছটি এভাবেই স্থানীয়দের কৌতূহল বাড়িয়ে পাইকগাছায় নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট