1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামায়াত জোটে আরও ১০ আসন পাচ্ছে এনসিপি দীর্ঘ নিরবতার পর জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের কথা স্বীকার ভারতের সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরের ই-টিকেটিং সেবা চালু ভেঙে গেল ‘ইসলামী নির্বাচনী ঐক্য’ ২৬৮ আসনে একক লড়াইয়ে ইসলামী আন্দোলন খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তারেক রহমান ও বিশিষ্টজনদের শ্রদ্ধা উত্তরায় সাতসকালে আবাসিক ভবনে আগুনে পুড়ে শিশুসহ নিহত ৬ শহীদ ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত-ফয়েজ আহমদ তৈয়্যব

জামায়াত জোটে আরও ১০ আসন পাচ্ছে এনসিপি

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিতে যাচ্ছে। ১০ দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত না হওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও ১০টি বাড়তি আসন পেতে পারে।

দলটির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, এর ফলে সারাদেশে এনসিপি মোট ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ১৬ জানুয়ারি সংশ্লিষ্ট সূত্রটি এ আভাস দিলেও বাড়তি আসনগুলোর নাম এখনো নিশ্চিত করেনি।

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের আসন বণ্টনের যে প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়েছিল, তাতে ইসলামী আন্দোলনের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রাখার কথা ছিল।

তবে ওই সমঝোতায় শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন না থাকায় এখন জোটের শরিক ১০টি দলের মধ্যে আসনগুলো পুনরায় বণ্টনের প্রক্রিয়া চলছে।

জোটের আগের সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি এবং এনসিপি ৩০টি আসনে লড়াই করার কথা ছিল। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি ৭টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে একমত হয়েছিল। ইসলামী আন্দোলন জোটে না আসায় এখন এনসিপি ৩০টি থেকে বেড়ে ৪০টি আসনে লড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনসিপি ইতোমধ্যে যে ২৭টি আসন চূড়ান্ত করেছে, তার মধ্যে রয়েছে পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১, মুন্সিগঞ্জ-২, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯, ঢাকা-২০, গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান, নারায়ণগঞ্জ-৪ ও ব্রাহ্মণবাড়িয়া-৩। অবশিষ্ট আসনগুলো নিয়ে জোটের শীর্ষ নেতাদের মধ্যে বর্তমানে আলাপ-আলোচনা চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট