বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের সহযোগিতায় চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে ১৫৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করাসহ ১২ জন ছানি রোগী বাছাই করা এবং পিপিইপিপি- ইইউ প্রকল্প থেকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার(২৬ আগষ্ট )সকাল নবলোক পরিষদের রায়েন্দা পি,পি,ই,পি,পি-ইইউ প্রকল্প ইউনিটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাটের ডাঃ এ,কে,এম আরিকুল আলম এর তত্ত্বাবধানে চক্ষু ক্যাম্প পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ- সৈকত হোসেন (টেকনিক্যাল অফিসার- নিউট্রিশন),মোঃ-বোরহান সরদার(শাখা ব্যবস্থাপক),অমিত বিশ্বাস,অমিত দত্ত (এটিও-নিউট্রিশন)
Leave a Reply