1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :

দাকোপে নবযাত্রার সংবেদনশীল সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

দাকোপ প্রতিনিধি :: দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা নবযাত্রা ২ ইউএসএআইডি প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্হ্য বিধি পরিসেবার উন্নয়নে ইউনিয়ন পরিষদের স্হায়ী কমিটির কার্যকারিতা নিয়ে ইউপি চেয়ারম্যান ও সচীবদের নিয়ে সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ সাহা, সমির বাকচী, মাধব চন্দ্র বালা, পংকজ সরকার, গোবিন্দ রায়, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য বিশ্বজিত রায়, এনায়েত শরীফ, কোহিনুর আক্তার, জাহিদা আক্তার, প্রতিমা ঢালী, প্রদীপ সরদার, রুফিজা বেগম, রুমা মন্ডল, কনিকা সরকার, গৌতম মন্ডল, সাবিনা ইয়াসমিন, দীনবন্ধু মন্ডল, লিপি মন্ডল, হেলাল উদ্দিন, মিনতী রায় প্রমুখ। সভাটি পরিচালনা করেন নবযাত্রা ২ প্রকল্পের হেলথ নিউট্রেশন সিস্টেম স্ট্রেন্দেসিং স্পেশালিষ্ট ষ্টিফেন হেমব্রম।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট