1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন-প্রধান উপদেষ্টা রাজনীতিক ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ বিমানবন্দরে এভসেক-কাস্টমসের যৌথ অভিযান: প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চিতলমারীতে কৃষক দলের দোয়া মাহফিল নির্বাচিত হলে প্রথম কাজ হবে এ অঞ্চলের নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ-আমীর এজাজ খান চিতলমারীতে এনসিপি’র দলীয় কার্যালয় উদ্বোধন পাইকগাছায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

দাকোপ প্রতিনিধি:: দাকোপে আচাভূয়া বাজার কমিটি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জনৈক হারুন শিকদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে।
রবিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেললে আচাভূয়া ডাকবাংলা বাজার কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম শেখ লিখিত বক্তৃতায় বলেন, জনৈক হারুন শিকদারের সংবাদ সম্মেলনের বরাতে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদে বাজার কমিটির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। জনগুরুত্বপূর্ন এই বাজারটি পূনঃসংস্কার করে ও আদর্শ বাজার তৈরীর লক্ষ্যে নদীস্থ পয়স্থি জমি এবং মৃতঃ আবু বক্কারের ওয়ারেশগনের নিকট থেকে দানপত্র সুত্রে নেওয়া জমির উপর বাজার কমিটির অফিস এবং পাঞ্জেগানা মসজিদ নির্মান করা হয়েছে। তিনি বলেন জমির দাবীদার হলে হারুন শিকদার নির্মানকালে বাঁধা বা আপত্তি করেনি কেন ? হারুন শিকদারের তথাকথিত বন্দোবস্ত জমির কাগজপত্র জাল জালিয়াতি। বিষয়টি নিয়ে চালনা পৌরসভার পক্ষে মহামান্য হাইকোর্টে ৩৫০০/২০২৪ নং রিভিশন মামলা চলমান আছে। তিনি বলেন বাজার উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে অতীতের ন্যায় বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ দাখিল এবং বাজার কমিটির ভাবমূর্তি নষ্ট করতে হারুন শিকদার অশালীন ভাষা ব্যবহার করে এমন মিথ্যা অভিযোগ এনেছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন নির্মিত অফিস এবং মসজিদ হারুন শিকদারের দাবীকৃত জায়গার বাইরে। তিনি এ বিষয়ে বাজার কমিটির পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি মনোরঞ্জন বাহাদুর, কোষাধাক্ষ্য সাইদুর রহমান, সদস্য মোঃ আনিসুর রহমান, মোঃ বাবু হাওলাদার, আলহাজ্ব জি এম ইমদাদুল হক, মোঃ ইকরামুল কবির পান্না, মাহাবুব সরদার, সিদ্দিকুর রহমান, সুশান্ত মিস্ত্রি, রফিকুল ইসলাম, গৌতম সরকার, মহির উদ্দিন শিকারী, মনিরুল ইসলাম, ওমর ফারুক, শাহাদাত হোসেনসহ সর্বস্থরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত শনিবার হারুন শিকদার জায়গা দখলের অভিযোগ এনে বাজার কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট